
জন্মভূমি ডেস্ক : তানিয়া আফরিন। বর্তমানে দেশসেরা টিভি উপস্থাপকদের একজন। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় প্রশংসা কুড়াচ্ছে। বর্তমানে দীপ্ত টিভির নিয়মিত সংবাদ উপস্থাপক, এছাড়া বিটিভি ও চ্যানেল নাইনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপক তিনি। প্রায়ই তার ডাক পড়ছে সরকারি ও বেসরকারি নানা অনুষ্ঠানের মঞ্চেও।
তানিয়া জানান, উপস্থাপনার বিষয়টি তার মনে বাসা বাঁধে ২০০০ সালে। তখন একুশে টিভির অনুষ্ঠান ও সংবাদগুলো দেখতে দেখতে উপস্থাপক হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেন। নিজেকে যোগ্য করে তুলতেই ওই সময় যোগ দেন আবৃত্তি সংগঠনে। উল্লেখযোগ্য অনেক অনুষ্ঠানে আবৃত্তি করে সমাদৃত হন। ২০১২ সালে চ্যানেল আইতে প্রথম অনুষ্ঠান বিভাগে কাজ শুরু করেন। এরপর ২০১৭ সালে ভয়েজ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন দীপ্ত টিভিতে। ২০২০ সালের সেপ্টেম্বরে একই চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজে যোগদান করেন এবং এখন পর্যন্ত সেখানেই কর্মরত। এর আগে বিজয় টিভিতে উপস্থাপক হিসেবে কাজ করেছেন তানিয়া। ২০১৯-২০ সাল পর্যন্ত উপস্থাপক এবং নিউজরুম এডিটর হিসেবে কাজ করেন গাজী টিভিতে। পাশাপাশি ২০১৯ সাল থেকে প্রডাকশন হাউস প্ল্যাটফর্ম মিডিয়া ও সাউন্ড প্রিন্টারে ভয়েজ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।