
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নে গত ১৫ জুন থেকে জন শুমারি গৃহ গণনা ২০২২ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২১ জুন পর্যন্ত এ জনশুমারি ও গৃহগণনা চলবে।
ফুলতলা উপজেলার ১নং আটরা-গিলাতলা ইউনিয়ন জোন-৩ জোনাল অফিসার মো: জাহিদ হোসেনের নেতৃত্বে গত ১৫ জুন থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২১ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে। জোনাল অফিসার মো: জাহিদ হোসেন সুপার ভাইজার ও গণনাকারীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে কাজ করে চলেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় প্রতি ১০ বছর পর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়। জোনাল অফিসার মো: জাহিদ হোসেন ইউনিয়নের সকল নাগরিককে প্রয়োজনিয় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সবার অংশগ্রহণে এই শুমারি সফল হবে বলে তিনি প্রত্যাশা করেন।