জন্মভূমি ডেস্ক : মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ থেকে কাটা হবে ‘উৎসে কর’ এই খবরে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৪ আগস্ট) দেশের পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। এদিন ফ্লোর প্রাইসের ওপরে থাকা বিমা, ওষুধ ও রসায়ন এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতসহ সব খাতের শেয়ারের দাম কমেছে।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৬ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো।
এর আগে রোববার (১৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে যে, মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের বিপরীতে দেওয়া সুদ বা লভ্যাংশ থেকে উৎসে কর (সোর্স ট্যাক্স) কাটতে হবে।
এতে বলা হয়, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত এফডিআরের সুদ বা মুনাফার ওপর কী হারে উৎসে কর কাটতে হবে সেই বিষয়ে এনবিআরের কাছে সুস্পষ্ট মতামত চাওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইংয়ের পক্ষ থেকে বলা হয়,
‘আয়কর আইন-২০২৩ এর ধারা ১০২ অনুযায়ী আয়কর আইনে বা অন্য কোনো আইনে কর অব্যাহতির বিষয়ে যাই থাকুক না কেন, যেকোনো ধরনের মেয়াদি আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় নির্ধারিত হারে উৎসে কর কাটার বিধান রয়েছে। তাই আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত মিউচুয়াল ফান্ডসহ অন্য যেকোনো মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় নির্ধারিত হারে উৎসে কর কাটতে হবে।’
ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩৯০টি প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৪০৯ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
এদিন দাম বেড়েছে মাত্র ১৯টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২২৩টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৭ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৪পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রূপালী লাইফের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল সোনালী পেপারের শেয়ার। এর পরের তালিকায় যথাক্রমে ছিল- লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, আলিফ ইন্ডাস্ট্রিজের, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল এবং লিগেসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০২ পয়েন্টে। এ দিন সিএসইতে ১৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।
দিন শেষে সিএসইতে ১২ কোটি ২৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত