বটিয়াঘাটা অফিস : এইচ এস সি পরীক্ষায় বটিয়াঘাটা উপজেলার ছয় কলেজ থেকে উল্লেখযোগ্য সংখ্যক পরিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে গরিয়ারডাঙ্গা আদর্শ কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাশ করে। জেনারেল পর্যায়ে ৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এর মধ্যে ১৬ জন এ প্লাস সহ সবাই পাশ করে। অপরদিকে কারিগরি বিভাগ থেকে ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে, এর মধ্য ২ জন এ প্লাস পায়। গত তিন বছর ধরে এই কলেজ থেকে শত ভাগ পরীক্ষার্থী উর্ত্তীর্ণ হচ্ছে। কলেজের এ সাফল্যে এলাকাবাসী শিক্ষকদের ভুমিকার প্রশংসা করছে। এছাড়া বটিয়াঘাটা সরকারী ডিগ্রী কলেজ থেকে ৪০৯জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে, এর মধ্যে পাশ করেছে ৩৮৯ জন, পাশের হার ৯৫শতাংশ, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৮ জন। পাশ করে ৬৭ জন। এ প্লাস পেয়েছে ৩৮ জন। ব্যাবসায় শাখা থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ৮২ জন, সবাই পাশ করে। এ প্লাস পেয়েছে ১৫ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৫৯ জন। পাশ করে ২৪০ জন। এ প্লাস পেয়েছে ১৮ জন। অকৃতকার্য হয় ১৯ জন। মোট এ প্লাস পায় ৭১ জন। শহীদ আবুল কাশেম কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ১৮৪ জন, কৃতকার্য হয় ১৮৩ জন। এ প্লাস পায় ৪১ জন। বারোয়াড়িয়া কলেজ থেকে পরীক্ষায় ৬৯ অংশ নিয়ে পাশ করে ৬৬ জন, এ প্লাস পেয়েছে ১১ জন। খারাবাদ বাইনতলা কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৭ জন, কৃতকার্য হয় ৩৫ জন, এ প্লাস পেয়েছে ১জন। মুক্তিযোদ্ধা কলেজ থেকে ২জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ জন কৃতকার্য হয় ।বটিয়াঘাটা উপজেলার এইচ এস সি পরীক্ষার ফলাফল সার্বিক ভাবে সন্তোষজনক।