
যশোর অফিস : আসামি ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা। পরীক্ষা পিছিয়ে দেয়াসহ ৫০ নম্বরে পরীক্ষা নেয়ার দাবিতে দেয়া হয় ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষা বোর্ড এলাকা চল্লিশ মিনিট ঘেরাও শেষে এক স্মারকলিপি লিখে দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা ২ বছর পড়ে ৫০ নম্বরে পরীক্ষা দিয়েছে।তাদের আইসিটি বিষয়ে পরীক্ষা দেয়া লাগেনি। আমরা ২০২৩ ব্যাচে শিক্ষার্থীদের ১৫ মাস পড়ে পরীক্ষা দিতে হবে ১০০ নম্বরের। অথচ আমাদের এখনও পরীক্ষার সিলেবাস শেষ হয়নি। সে কারণে আমরা যশোর শিক্ষা বোর্ড ঘেরাও করে স্মারকলিপি দিয়েছি। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের পক্ষে কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু বলেন, শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে কথা বলার পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।