ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধারাবাহিক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকাল থেকে নগরীর শিববাড়ি এলাকা থেকে শুরু করে সোনাডাঙ্গা পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন তিনি। এ সময় তিনি শিববাড়ি থেকে সোনাডাঙ্গা পর্যন্ত বিভিন্ন শোরুম, হাসপাতাল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে সরাসরি গণসংযোগ করেন এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন,
“এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতেই আমরা এই আন্দোলন-সংগ্রামে নেমেছি।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্যাগে গড়া বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামে লালিত বাংলাদেশ এবং আগামীর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা বাংলাদেশ হবে একটি সুশাসিত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
মঞ্জু বলেন,“তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।”দলের নেতাকর্মীরাও এ সময় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
মাগরিব নামাজের পর খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর শান্তিধাম মোড় এলাকা থেকে পুনরায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক গণসংযোগ করেন এবং ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপুসহ খুলনা মহানগর বিএনপি, সদর থানা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

