জন্মভূমি রিপোর্ট : খুলনা -৫আসন (ডুমুরিয়া-ফুলতলা)’র সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তার নির্বাচনী এলাকায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। সকল রাস্তা ঘাট, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন করা হয়েছে। উন্নয়ন করা হয়েছে কবরস্থান, ঈদগাঁ ও শ্মশান। একজন শিক্ষক হিসেবে নিজেকে স্বচ্ছ রেখেছি। অবৈধ মাছের ঘের বন্ধ করা হয়েছে। নিন্দুকেরা অনেক কিছু বলে। সেদিকে কান না দেয়ার জন্য তিনি সকলের কাছে আহবান জানান।
তিনি রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, ক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, ক্লাব সদস্য শেখ দিদারুল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য বিমল সাহা ও দিলীপ কুমার বর্মন।
এসময় খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য সোহরাব হোসেন ও শেখ মো: সেলিম, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, শেখ আল এহসান, আলমগীর হান্নান, ওয়াহেদ-উজ-জামান বুলু, কাজী শামীম আহমেদ, মো: আমিরুল ইসলাম, শেখ কামরুল আহসান, বাপ্পী খান, দেবব্রত রায়, হারুন-অর-রশীদ, গাজী মনিরুজ্জামান, শেখ আব্দুল হামিদ, মোঃ মাহফুজুল আলম সুমন, ক্লাবের অস্থায়ী সদস্য মোঃ বেল্লাল হোসেন সজল, তিতাস চক্রবর্তী, আল মাহমুদ প্রিন্স, হাসান আল মামুন, রাজু সাহা বিপ্লব, মোঃ সোহেল রানা, খান মোহাম্মদ আজরফ হোসেন মামুন খান, মিলন হোসেন, তুফান গাইন, মোঃ আবু সাঈদ, পলাশ চন্দ্র ঢালী, মোঃ আতিয়ার রহমান তরফদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।