
সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরা জেলা (১) পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে সদ্য যোগদান করেছেন একজন সৎ কর্মদক্ষ জনবান্ধব কর্মকর্তা আশরাফুল আলম। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তার দৈনন্দিন কাজ চলে সরকারি অফিসে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসাবে সাতক্ষীরা বাসি পেয়েছেন একজন কর্মদক্ষ মানুষ যার দাঁরায় ঠাঁই ভাবে উপকূলের ক্ষতবিক্ষত পানি উন্নয়ন বোর্ডের পাশের মানুষ। তিনি যোগদানের পর এই প্রতিবেদকের সাথে বলেন আমার কোন কর্মকর্তা আমার অফিসে আসবেনা যার সাথে আমার প্রয়োজন তাকে আমি ফোন করে দেখে নিব। আমার পাশে বসে থাকতে সরকার পানি উন্নয়ন বোর্ডের চাকরি দেয়নি। থাকতে হবে তাদের নির্ধারিত এলাকায় প্রতিদিনের দৈনন্দিন কাজ থাকবে তাদের উপকূলীয় অঞ্চলের ভেড়িবাধ দেখভাল করার জন্য। এছাড়া তিনি যোগদান করার পরপরই সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের একের এলাকা ঘুরে যে সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা ছিল সব ঝুঁকিপূর্ণ এলাকা সংস্কারের জন্য নতুন করে প্রস্তাব পাঠিয়েছেন প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়। তার হাত দিয়ে সাতক্ষীরা উপকূলবাসির দীর্ঘদিনের দুঃখ কষ্টের অবসান ঘটবে বলে মনে করেছেন সুধী মহল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। তিনি এত কর্মদক্ষ মানুষ সকাল ৭ টার আগেই হাজির হয়ে যান তার অফিসে আর অফিস চলে সরকারি নিয়মের বাইরে রাত দশটা পর্যন্ত। সব সময়ই তার একটাই চিন্তা সাতক্ষীরার উপকূলে মানুষের ভাগ্য উন্নয়নে কিছু ঘটানোর জন্য বলে তার মুখ থেকে এই প্রতিবেদক জানতে পেরেছেন। তিনি এর আগে নির্বাহী প্রকৌশলী হিসেবে খুলনা দুইয়ে দায়িত্বে ছিলেন সেখানেও ছিলেন তার অসংখ্য সুনাম রেখে এসেছেন মানুষের কাছে ভালোবাসার আস্থা। সেই আস্থায়ী সাতক্ষীরা বাসীর কাছে অর্জন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এবং তার অধীনস্থ সকল কর্মকর্তা কর্মচারীকে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন তার নির্দেশের বাইরে কোন কর্মকর্তা-কর্মচারী চলার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব পাঠানো হবে প্রধান প্রকৌশলী বরাবর বলে তিনি এই প্রতিবাদককে জানান। তার এই শুভকামনা ও প্রত্যাশা সকলের সহযোগিতায় বাস্তবায়ন হোক এই আশা আমাদের।

