
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে তুমুল বিতর্ক। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে যে দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। কিন্তু আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) এই সিদ্ধান্ত মানতে রাজি নয়। তারা স্পষ্ট করে দিয়েছে খেলতে হলে ভারতেই খেলতে হবে, সূচিতে কোনো পরিবর্তন আসবে না। এমনকি বাংলাদেশকে এক দিনের সময় দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। না হলে দলকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে অন্য কোনো দল (যেমন স্কটল্যান্ড) নেওয়ার কথাও উঠেছে।
এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার একটি টেলিভিশন আলোচনায় কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া তো ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা খেলতে যায়নি, ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায়নি, নিউজিল্যান্ড কানাডাতে খেলতে যায়নি। এতে কি তাদের ক্রিকেট থেমে গেছে, নাকি বন্ধ হয়ে গেছে? বাংলাদেশ যদি একটা বিশ্বকাপ না খেলে বাংলাদেশের ক্রিকেটও বন্ধ হবে না।’
এদিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন। এখানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে।
বিসিবি আগেই আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে যে নিরাপত্তার কারণে ভারতে যাওয়া সম্ভব নয়। তারা বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোথাও (যেমন শ্রীলঙ্কায়) আয়োজনের অনুরোধ করেছে। কিন্তু আইসিসি তা প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, নিরাপত্তা মূল্যায়নে কোনো বড় ঝুঁকি পাওয়া যায়নি। তাই সূচি বদলানো যাবে না, এতে টুর্নামেন্টের নিরপেক্ষতা ও মর্যাদা নষ্ট হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত