জন্মভূমি রিপোর্ট : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়া, জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। কেবলমাত্র এই সরকারকে ক্ষমতা থেকে নামালে হবে না একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। না হলে, এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে না।
শনিবার বেলা এগারটায় নগরীর শিববাড়ি আলহাজ্ব মোহাম্মাদ শহিদুল ইসলাম অডিটোরিয়ামে বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গণসংহতি আন্দোলন খুলনা জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সংগঠনের খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনির চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ আলোচক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুলআলম মনা, সংগঠনের রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আব্দুর রশীদ মিলু, শ্রমিক নেতা নূর মোহাম্মদ, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সংগঠনের খুলনা যশোর আঞ্চলিক কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন, ঝিনাইদহ জেলা কমিটির আহবায়ক নজরুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা কে এম আলীদাদ, ভাসানী অনুসারী পরিষদের সহ-সভাপতি শেখ আঃ হালিম, জেএসডি’র জেলা কমিটির সভাপতি খান লোকমান হাকিম।
এ সময় বক্তৃতা করেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান, গণতন্ত্র মঞ্চের সংগঠক মোঃ আলতাফ হোসেন, গণসংহতি আন্দোলনের নেতা কামর”জ্জামান টুকু, শ্রমিকনেতা নুর ইসলাম, মনির হোসেন মুন্নি, মোশাররফ হোসেন, শামসুজ্জোহা, শামসুল আলম শামসু প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের সদস্য মোঃ আল আমিন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত