জন্মভূমি ডেস্ক : এক কার্যদিবসে ২৬৬ মামলা নিষ্পত্তিতে রেকর্ড গড়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। গত বুধবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এসব মামলার নিষ্পত্তি করেন। এদিন দুপুর আড়াইটার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেম্বার আদালতের কার্যক্রম চলে। আইনজীবীরা বলছেন, এর আগে চেম্বার আদালতে একসঙ্গে এত মামলা নিষ্পত্তি হওয়ার রেকর্ড নেই।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, একদিনে চেম্বার আদালতে ২৬৬ মামলার নিষ্পত্তি হয়েছে। আমার জানামতে চেম্বার আদালতে এর আগে এত মামলা একসঙ্গে নিষ্পত্তি হওয়ার রেকর্ড নেই। এটি প্রশংসনীয়। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন বলেন, একজন কর্মঠ বিচারকের একটা প্রকৃত উদাহরণ এটি। অন্যরা এর থেকে অনুপ্রাণিত হবেন এটাই প্রত্যাশা থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এটি উদাহরণ হয়ে থাকবে, কীভাবে মামলার জট কমাতে এভাবে কাজ করা যায়। চেম্বার বিচারপতি একটি অসাধারণ কাজ করেছেন।