জন্মভূমি ডেস্ক : “একাধিক আসনে প্রার্থিতা নয়, শীর্ষনেতাদের জন্য ঝুঁকি”- ঢাকা থেকে প্রকাশিত কালের কণ্ঠের একটি সংবাদ শিরোনাম এটি। এতে বলা হচ্ছে, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন সংসদ নির্বাচনের আইন সংস্কারের যেসব সুপারিশ করেছে তার অন্যতম হচ্ছে, একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা। খবর বিবিসি।
কমিশনের পক্ষে বলা হচ্ছে, মূলত দুটি কারণে এই সুপারিশ করা হয়েছে। প্রথমত, উপনির্বাচনের ব্যয় কমানো। দ্বিতীয়ত, প্রভাবশালী কোনো প্রার্থীকে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে সংশ্লিষ্ট আসনের প্রকৃত প্রার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করা।
অনেকে বলছেন, একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না থাকলে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জন্য নির্বাচনে বিজয়ে ঝুঁকি তৈরি হতে পারে। কারণ, এর আগে প্রভাবশালী একটি দলের শীর্ষ নেতাকে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সব কটি আসনে জিততে দেখা যায়নি। একটি আসনে জিতে দলের এবং নিজের মুখ রক্ষা করেন।
২০০৮ সালের আগে পাঁচটি আসনে ভোট করা যেতো, এখন একজন প্রার্থী সবোর্চ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারেন। বিষয়টি নিয়ে সংবিধানের ৭১ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান সাংঘর্ষিক। এজন্য সংবিধানের ৭১ অনুচ্ছেদ সংশোধনের কথা বলছেন অনেকে।
একাধিক আসনে প্রার্থিতা নয়, শীর্ষনেতাদের জন্য ঝুঁকি’
Leave a comment