
জন্মভূমি ডেস্ক : নব্বই দশকের সেই জনপ্রিয় বিজ্ঞাপনটির কথা মনে আছে? ওই যে এক দুষ্টু-মিষ্টি ছেলে হাতে চিপসের প্যাকেট নিয়ে বলত, একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও।
বিটিভিতে প্রচারিত বিজ্ঞাপনটির এই সংলাপ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তখন হঠাৎ একদিন তার মৃত্যুর খবর রটে যায়। পরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে হানিফ সংকেত তাকে অতিথি হিসেবে এনে জানিয়ে দেন, তিনি আসলে মারা যাননি।
তবে এবার সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বিজ্ঞাপনের সেই মডেল সাদ হোসেন। কিডনিজনিত সমস্যায় ভুগে ১৮ আগস্ট মারা যান তিনি। সামাজিক মাধ্যমে তার শ্যালক আরিফ আকতার শাকিব তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাদ থাকতেন আমেরিকার নিউ ইয়র্কে। সেখানেই স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে বাস করতেন তিনি। আমেরিকাতেই তাকে দাফন করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।