
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা, সংস্কৃতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” অর্জন করেছেন তরুণ মেধাবী সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে স্টার বাংলাদেশ মিডিয়া আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম। প্রধান আলোচক ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, জ্যাম্বস কাজলসহ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।
দেশের বিভিন্ন খাতের মোট ৩০ জন গুণী ব্যক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা তরুণ সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফ।
প্রিন্স মন্ডল অলিফ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম রূপসী বাংলা টেলিভিশন, দৈনিক সকালের সময়, দৈনিক জন্মভূমি, ইংরেজি দৈনিক বাংলাদেশ ডায়েরি, দৈনিক বাংলার প্রতিচ্ছবি ও বিডি প্রেস ২৪-এ দায়িত্ব পালন করেছেন।
সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন,
“স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড শুধু একটি সম্মান নয়, এটি আমার সাংবাদিকতার পথে এগিয়ে চলার নতুন অনুপ্রেরণা। সত্যকে তুলে ধরা, ন্যায় প্রতিষ্ঠা করা আর সমাজকে আলোর পথে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য। এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করবে, আরও সাহসী করে তুলবে।”
তিনি আরও বলেন,
“আমি সব সময় নিজেকে শুধু সাংবাদিক নয়, সমাজকর্মী হিসেবেও পরিচয় দিতে চাই। আমার সামাজিক সংগঠন ‘সূর্য ফাউন্ডেশন’ অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে কাজ করে। দেশবাসীর কাছে দোয়া চাই, আমি যেন আমৃত্যু এ দেশের মানুষের জন্য কাজ করতে পারি।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তরুণ সাংবাদিক প্রিন্স মন্ডল অলিফের মতো নিবেদিতপ্রাণ সাংবাদিকরা সাংবাদিকতা ও সমাজসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।