
বিজ্ঞপ্তি : এক্স ক্যাডেট (বিএনসিসি) খুলনার আহবায়ক এসএম ইব্রাহিম খলিলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর নগরীর রূপসা বায়তুন নাযাত জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন এক্স ক্যাডেট মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ নাজমুল হাসান, শেখ রাসেল আহমেদ, মোঃ জাহিদুর রহমান, মোঃ লোকমান হোসেন, মোঃ আবু সালাম, মোঃ ফরমান আলী নয়ন, মোঃ শাহরিয়া সাত্তার হীরা, আসাফুর রহমান কাজল, মোঃ খালিদ হোসেন, মোঃ সাঈদুর রহমান হৃদয়, মোঃ মারুফ হোসেন, মোঃ মেহবুবুর রহমান মামুন, মোঃ এজাজ আহমেদ, মোঃ আব্দুল মালেক, মোঃ আমিনুল ইসলাম, রিফাত ইমন প্রমুখ।
উল্লেখ, এসএম ইব্রাহিম খলিল ডায়াবেটিস ও কিডনি রোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, আদদীন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাসভবনে অবস্থান করছেন। তিনি খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের (১৯৯২-৯৩) বিএনসিসি প্লাটুনের সার্জেন্ট ও পরে সুন্দরবন রেজিমেন্ট থেকে সিইউও র্যাঙ্কে উন্নিত হন।