জন্মভূমি রিপোর্ট
শনিবার সড়কে যেন ঈদ ফিরতি মানুষদের মৃত্যুর মিছিল হয়ে গেল। এদিন ভোর রাত থেকে বিকেল পৌণে ৫টা পর্যন্ত পাওয়া খবরে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। এর মধ্যে খুরনা একজন, টাঙ্গাইলে আটজন, বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে তিনজন, ঝিনাইদহে দুইজন, ব্রাহ্মণবাড়িয়া দুইজন, গাজীপুর দুইজন, ঢাকায় একজন, নীলফামারীতে একজন, হবিগঞ্জে দুইজন, ময়মনসিংহে তিনজন ও রাজশাহীতে একজন।
খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের খাদিজা আক্তার মিম নামে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সে তার মায়ের সাথে মামা বাড়ি থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে গলায় ওড়না পেঁচিয়ে মারাত্মক আহত হয়। রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়; খাদিজা আক্তার মিম (১১) উপজেলার আন্দূলিয়া গ্রামের মো: জাহিদুুল বিশ্বাসের ছোট মেয়ে । সে আন্দূলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে পড়তো।
শুক্রবার সকালে হাসানপুর মামা বাড়ি থেকে সে তার মায়ের সাথে ভ্যানে বাড়ি আসছিল। হাসানপুর ফুটবল মাঠের কাছে আসলে ভ্যানের চাকার সাথে গলায় ওডনা জড়িয়ে মিম প্রচন্ড আঘাত পায়। মারাত্মক আহত অবস্থায় মিমকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় রাত ৮টার দিকে খাদিজা আক্তার মিম মারা যায়।
টাঙ্গাইল :
পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্লায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় মা ও দুই ছেলে-মেয়ে নিহত হন। নিহতরা হলেন উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮), মেয়ে সাদিয়া (৬)। মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, বেলা ১২টার দিকে দুই ছেলে-মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মা। এ সময় দ্রæতগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারাও মারা যান।
এর আগে ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে চারজন নিহত হন। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া মির্জাপুরের পাকুল্যায় বাসচাপায় আরেক শিশু নিহত হয়েছে। এ সময় নারীসহ দুজন আহত হয়েছেন।
বগুড়া : কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। সকালে উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন। নিহতরা হলেন নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) ও প্রাইভেটকারচালক পতœীতলা উপজেলার মান্নুর ছেলে সুমন (৩০)। এ ঘটনায় শাকিল (২০) নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ :
ঢাকা-রাজশাহী মহাসড়কের খালকুলা এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৫ জন। দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
ঝিনাইদহ : ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুরে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৮০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। নিহত লোকমান হোসেন কালীগঞ্জ উপজেলার খোসালপুর গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন এ তথ্য জানান।
ঢাকা :
শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর শাহবাগ থানাধীন সোনারগাঁও হোটেলের সামনে বাসচাপায় ইব্রাহীম বিশ্বাস (২৪) নামে রিকশা আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত ইব্রাহীম বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে। শাহবাগ থানার ডিউটি অফিসার (এসআই) রাজু মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া : দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসায় সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫) ও সিএনজিচালিত অটোরিকশার চালক চাঁন মিয়া (৫০) নিহত হন। এ ঘটনায় চারজন আহত হন। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু এ তথ্য জানান।
গাজীপুর : গাজীপুরের পূবাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ভোরে পূবাইলের কলেজ গেট এলাকায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার এক যাত্রী নিহত হন।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে শুকুন্দিরবাগ এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত হন আরেক যাত্রী। নিহতরা হলেন শেরপুর জেলার মাঝপাড়া থানার গোলাম রাব্বানীর ছেলে মনিরুজ্জামান মনির (৩৮) ও নরসিংদী জেলার মনোহরদি থানার কেরানিনগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
নীলফামারী : জলঢাকার টেংগনমারী-মীরগঞ্জ সড়কের কিসামত বটতলা শান্তিনগর বাজারে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নাম আজিজুল হক (৪৫)। তিনি জলঢাকা উপজেলার আরাজি কাঠালি বালাপাড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নুরুল হক বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
ময়মনসিংহ :
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম (৪২), তার অন্ত:সত্ত¡া স্ত্রী রতœা আক্তার ও তাদের ৬ বছরের কন্যা সন্তান সানজিদা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, নিহত দম্পতি তাদের ৬ বছরের সন্তানকে নিয়ে ওই অন্ত:সত্ত¡া নারীর আল্ট্রাসনোগ্রাফি করাতে এসেছিলেন। এসময় রাস্তা পাশেই ময়মনসিংহগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও সন্তান মারা যান। এ সময় অন্ত:সত্ত¡া ওই নারীর বাচ্চা প্রসব হয়ে যায়। বাচ্চাটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজশাহী : রাজশাহীর মোহনপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল রানা (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য জুয়েল রানা নওগাঁর মান্দা উপজেলার নয় নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের কুরকুটি গ্রামের মহিবুর রহমানের ছেলে। তিনি বগুড়ার আদমদীঘি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ঈদ উদযাপনের জন্য ছুটিতে বাড়িতে এসেছিলেন।