
জন্মভূমি ডেস্ক : এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতি সামান্য কমেছে। এই মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। আগের মাস মার্চে এর হার ছিল ৯ দশমিক ৩৩ শতাংশ।
বুধবার (৩ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে। তবে সার্বিকভাবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও মার্চের মতোই এপ্রিলেও এই মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। আর খাদ্যে মূল্যস্ফীতি মার্চের ৯ দশমিক ০৯ শতাংশ থেকে কমে এপ্রিলে হয় ৮ দশমিক ৮৪ শতাংশ। গত কয়েক মাস ধরেই দেশে মূল্যস্ফীতি বাড়ছে। আন্তর্জাতিকভাবেও বিভিন্ন দেশে তা অস্বাভাবিক হারে বেড়েছে।