
ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েন টাইগার পেসার এবাদত হোসেন। দ্বিতীয় ওয়ানডেতে বোলিং করার সময় বাঁ-পায়ের হাটুর ইনজুরিতে পড়েন এই ডানহাতি বোলার। তখন আর বোলিং এ ফেরা হয়নি। সেই ইনজুরির পর বিশ্রামে ছিলেন তিনি। তখনই জানা যায় হাঁটুর ইনজুরি এসিএলে আক্রান্ত এবাদত। এরপরও টিম ম্যানেজেমেন্টের চিন্তায় ছিলেন এই পেসার।
যার জন্য আসন্ন এশিয়া কাপে তাকে নিয়েই দল সাজায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে গতকাল নতুনভাবে দুঃসংবাদ পায় এই ডানহাতি পেসার। চোট নিয়ে মাঠ ছাড়া স্যালুট ম্যানকে দেখা যাবে না পাকিস্তান ও শ্রীলঙ্কার মাঠে শুরু হতে যাওয়া এশিয়া কাপে। কেননা আফগানদের সিরিজে যে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন এই পেসার তা এখনও পুরোপুরি ভাবে সেরে ওঠেনি। সে জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কার মাঠে শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাকে না নিয়ে বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট টিম।
এদিকে মঙ্গলবার (২২ আগস্ট) এবাদতের বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ পেসার তানজীম হাসান সাকিব। ৩৭ লিস্ট এ ম্যাচে তার উইকেট ৫৭টি। সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপে তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। আগামী ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর তাদের পরের ম্যাচ লাহোরে, আফগানিস্তানের সঙ্গে।
এশিয়া কাপের বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শামীম হোসেন, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, তানজিম হাসান সাকিব, নাঈম শেখ।