
ডেস্ক রিপোর্ট : ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিল ৬৫টি, ফলে চলতি বছর শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা তিনগুণের বেশি বেড়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থীর ফরম পূরণ হয়েছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে, তবে প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এবারও ‘বাস্তব মূল্যায়ন’ নীতিমালার আলোকে ফলাফল তৈরি করা হয়েছে। তবে এসএসসি পরীক্ষার মতো এইচএসসি ফল প্রকাশেও কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করা হয়নি।