
জন্মভূমি ডেস্ক : ঢালিউড সিনেমার নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং অন্যতম নায়িকা অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন দুই তারকাসহ সংশ্লিষ্টরা। তবে এরই মাঝে দু’জনকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় একসঙ্গে দেখা গেছে। পাশাপাশি নিউইয়র্কে তাদের দেখা হওয়ার একটি ভিডিও-ও গতকাল ভাইরাল হয়েছে।
শাকিব-অপুর নিউইয়র্কে একসঙ্গে রাস্তায় দেখা প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে শাকিব-অপুর ভিডিও প্রকাশ্যে আসতেই চাউর হয় বুবলীও তার সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন! কবে, কখন যাচ্ছেন কিংবা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য তিনি উড়াল দিয়েছেন কিনা তা জানা যায়নি।
প্রশ্ন উঠেছে, নায়িকা শবনম বুবলী এখন কোথায়? বিস্তারিত জানতে তাকে একাধিকবার মুঠোফোনে কল, ক্ষুদে বার্তা পাঠিয়ে কোনও সারা পাওয়া যায়নি তার। হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা দিলেও উত্তর মেলেনি। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন বুবলী।