জন্মভূমি ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের কর্মী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসটির একটি অংশ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বাসে আগুন দেওয়ার খবর নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
এর আগে দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, গেল ৪৮ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল) ১৮ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত