
জন্মভূমি ডেস্ক : নেপালের পর্বতারোহী কামি রিতা শেরপা ২৮ বার এভারেস্ট জয় করে নতুন রেকর্ড গড়লেন। মঙ্গলবার (২৩ মে) তিনি এই রেকর্ড করেন।
নেপালের পর্যটন কর্মকর্তা বিগান কৈরালা বলেন, ৫৩ বছর বয়সী কামি রিতা শেরপা ঐতিহাসিক দক্ষিণ-পূর্ব রিজ রুট দিয়ে ৮ হাজার ৮৪৯ মিটার (২৯ হাজার ৩২ ফুট) চূড়ায় পৌঁছেছেন। গত সপ্তাহেই তিনি ২৭ বার এভারেস্ট জয়ের রেকর্ড করেন। এক সপ্তাহের ব্যবধানেই আবারও নতুন রেকর্ড অর্জন করলেন এই পর্বতারোহী।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় উঠতে এই রুট প্রথম ব্যবহার করেছিলেন নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি এবং শেরপা নরগে। ১৯৫৩ সালে তারা ওই রুট ব্যবহারের পর থেকেই তা বিশ্বের পর্বতারোহীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
১৯৯৪ সালে প্রথম বারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন কামি রিতা। মাঝের তিন বছর বেশ কিছু কারণে কর্তৃপক্ষ এভারেস্টের চূড়ায় ওঠা আনুষ্ঠানিক ভাবে বন্ধ রাখে। ওই সময় বাদে প্রায় প্রতি বছরই তিনি সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন।
এদিকে ব্রিটিশ পর্বতারোহী ক্যান্টন কুল গত সপ্তাহে ১৭ বারের মতো এভারেস্ট জয় করেছেন। নেপালের বাইরের কোনো পর্বতারোহী হিসেবে তিনিই সর্বোচ্চ বার এই শৃঙ্গে আরোহণের রেকর্ড গড়লেন।