
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাস বাংলা গ্রুপের চেয়ারম্যান মোঃ জামিল হোসাইন বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্তর্জাতিক স্ট্রাটজিক লিডারশীপ অ্যাওয়ার্ড পাওয়ায় দেশে ফিরে শেখ হেলাল উদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় এমপি হেলাল উদ্দিন জামিল হোসাইনকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। এছাড়াও জামিল হোসাইন মোরেলগঞ্জে ফিরে এলে মোরেলগঞ্জ-শরণখোলার আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সাধারনেরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিবাধন জানিয়েছেন।