
জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদে আর সংসদ সদস্য হওয়া হলো না ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহির। এবার মাহিসহ শোবিজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা অন্তত ২৭ নারী সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু আওয়ামী লীগ বুধবার যে মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে, সেই তালিকায় শোবিজের কোনো তারকা নেই।
সেই সংরক্ষিত নারী আসন থেকে এমপি হওয়ার জন্য মনোনয়ন নিয়েছিলেন মাহিয়া মাহিও।
মাহি এর আগে একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন। কিন্তু দলীয় প্রতীক না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেন মাহিয়া মাহি। তবে প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান তিনি। কিন্তু আলোর দেখা মেলেনি এ নায়িকার।