যশোর অফিস: যশোর শিক্ষা বোর্ডে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ১ হাজার ৮৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। যদিও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনাও ঘটেনি।
জানা গেছে, এদিন সকাল ১০টা থেকে যশোর বোর্ডের অধীন ২৯৯টি কেন্দ্রে গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়) (বিষয় কোড ১৫১), কৃষি শিক্ষা (১৩৪), সঙ্গীত (১৪৯), আরবি (১২১), সংস্কৃত (১২৩), পালি (১২৪), শারীরিক শিক্ষা ও ক্রীড়া (১৩৩) এবং চারু ও কারুকলা (১৪৮) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, এদিন পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৭৯৩ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৯৫৭ জন। ফলে অনুপস্থিতির সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৩৬, যা মোট পরীক্ষার্থীর ১.৭৯ শতাংশ।
প্রসঙ্গত, গত বছর একই দিনে অনুপস্থিত ছিল ১ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী। সে হিসেবে এ বছর অনুপস্থিতির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে ১০ এপ্রিল থেকে।