
বিজ্ঞপ্তি : শড়ি, লুঙ্গি, গেঞ্জি, প্যান্ট, মেক্সি, ফতুয়া, বিছানার চাঁদরসহ বিভিন্ন ঈদ উপহার ও ইফতার সামগ্রী নিয়ে অসহায় বৃদ্ধা ও শিশুদের পাশে দাড়ালো এসএসসি-৯২ ব্যাচ খুলনা। শনিবার বিকালে নগরীর পিটিআই মোড়ে সেবার আলো বাংলাদেশে পরিচালিত অসহায় বৃদ্ধ ও পথশিশুদের আশ্রয়স্থল সেবার আলো সুখের নীড়ে হাজির হয় এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীরা। পরে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। এছাড়া শয্যাশায়ী বৃদ্ধাদের জন্য ডায়াপারও প্রদান করা হয়।
পোশাক ছাড়াও ইফতারীর অনুসঙ্গ নানা খাবার তাদের সরবরাহ করা হয়। এছাড়া অসহয়ায় বৃদ্ধরা যাতে আসামি এক সপ্তাহ খেতে পারে সে জন্য তাদের বিভিন্ন ধরনের মৌসুমী ফল ও মুড়ি চিড়াসহ বিভিন্ন শুকনা খাবার সরবরাহ করা হয়। পরে আরও শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় নতুন পোষাক ও রকমারি খাবার পেয়ে আবেগে আপ্লুত হন অসহায়রা।
উপস্থিত ছিলেন ’৯২ ব্যাচের কাজী মফিজুর রহমান, আবু সুফিয়ান, ইফতেখার আলম, প্রবীর কুমার বিশ্বাস, ওয়াহিদুল হক মিন্টু, রিয়াজ আহমেদ, সেকেন্দার আলী, হুমায়ুন কবির, শেখ রাফিজুর রহমান তপু, এস এম ফেরদৌস, শিকদার আব্দুল আলিম লাবু, ইদিয়ামিন ইজারাদার, মোঃ সেকেন্দার হোসেন, মোঃ ফরিদ হোসেন, মোঃ আওরঙ্গজেব, মোঃ মিজানুর রশীদ, মাজেদা খাতুন, সানজিদা নাহার সুরভী, খাদিজাতুল কোবরা, ফারজানা জান্নাত প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের পরিচালক তালহা জুবায়ের উপস্থিত ছিলেন।
সবশেষে ময়লাপোতাস্থ আজমিরী গ্রীল এন্ড বারবিকিউতে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া ও পরে ইফকার মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য আস্থা থাকুক বন্ধুতায় এই শ্লোগানে এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীরা খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও পরিবেশিক কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যে করোনাকালীন অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা, শীতার্ত মানুষকে গরম কাপড় প্রদান, রোগীদের রক্ত ও ওষুধ সরবরাহ করেছে সংগঠনটি। পরিবেশ উন্নয়নেও আমরা নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে তারা।