
তালা প্রতিনিধি : বৃহস্পতিবার বেলা ১১টায় দাতা সংস্থা এ্যকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এর আয়োজনে স্টেপ প্রকল্পের ‘‘লার্নিং এবং শেয়ারিং কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসিএফের এফএসএল এবং ডিআরআর কর্মসূচির প্রধান মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাঃ এবিএম আব্দুর রউফ, বিষ্ণু পদ পাল, মোঃ হাদিউজ্জামান, ইকবাল আহমেদ, মোঃ জাহারুল ইসলাম, মোঃ আলী হোসেন, আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড়, মোঃ সোহাগ খান, এড. মুনীর উদ্দীন, রেজওয়ান উল্লাহ, সুমন কুমার নাগ, পার্থ কুমার দে, খান মোঃ আল-আমিন প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান জমাদ্দার। প্রকল্পের শিখন উপস্থাপন করেন এসিএফ স্টেপ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোঃ হুমায়ুন কবির সুমন।
উল্লেখ্য, এসিএফ এর সহযোগিতায় উত্তরণ বিগত ২০২১ সাল থেকে সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে- প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক/জনগোষ্ঠীর সক্ষমতা পূর্বাভাস ভিত্তিক প্রাথমিক কার্যক্রমের মাধ্যমে বৃদ্ধি করে স্থানীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার (ডিআরএম) উন্নতি করা।