যশোর অফিস : বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে ও জেলা প্রশাসন যশোরের সার্বিক সহযোগিতায় এস এম সুলতান ফাইন আর্ট কলেজে আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। আর্ট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর এর সভাপতি দিপংকর দাস রতন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামিম ইকবাল রিপন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, আহ্বায়ক হাবিবা শেফা। এছাড়াও আগত শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শান্থনা শাহরীন, নিখিল চন্দ্র দাস, রিপন শিকদার, নাছিরা পারভীন, সাদী তাইফ, ইসতিয়াক হোসেন, আবীর হোসেন, গৌতম বিশ্বাস সহ এস এম সুলতান ফাইন আর্ট কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।