বিজ্ঞপ্তি : ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। মুজিবনগর দিবস দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ।
আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সোমবার সকাল ৭টয়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বেলা সাড়ে ৩ টায়, দলীয় কার্যালয়ে আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ। সকল কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী।