
জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ছোট ভাই আবদুল কাদের মির্জা। শিগগিরই ওবায়দুল কাদের দেশে ফিরবেন বলেও জানান তিনি।
বড় ভাই শিগগিরই দেশে ফিরবেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, তিনি শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। দুশ্চিন্তার কারণ নেই বলে ডাক্তার বলেছেন। আগামী সপ্তাহের শুরুতে চিকিৎসকের পরামর্শে তিনি দেশে ফিরবেন।
প্রসঙ্গত, গত শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে ২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে।