জন্মভূমি ডেস্ক : বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘হুঙ্কার’ টিক্কা খানের সাথে তুলনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে রোববার (৫ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে রিজভী এই মন্তব্য করেন।
রিজভী বলেন, সারাদেশে চলছে ‘গ্রেপ্তার ঝড়’। সেই গ্রেপ্তারে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত কাউকে আপনারা (ওবায়দুল কাদের) রেহাই দিচ্ছেন না। আর মুচকি মুচকি হাসি দেনৃ অট্টহাসি দেনৃ ওবায়দুল কাদের সাহেব যে, কোথায় বিএনপির নেতারা। আর গুহা থেকে নাকি আমরা প্রেস বিফ্রিং করি। তো এই ধরনের কথা তো টিক্কা খানেরাও (মুক্তিযুদ্ধের সময়ে পূর্ব পাকিস্তানের সামরিক প্রধান) বলতেন। ‘অপারেশন সার্চ লাইট’ যখন তারা করলো ২৫ মার্চ, করার পরে তারা যখন দখল নিয়ে নিলোৃ তখন দেশের লোক তো আর প্রতিবাদ করতে পারিনি সামনা-সামনিৃ তাদেরকে সরে যেতে হয়েছে নিজের বাসা থেকে, বাড়ি থেকে গ্রামে যেতে হয়েছে, না হলে দেশের সীমানা পার হতে হয়েছে। যখন এই টিক্কা খানরা, নিয়াজীরা তারা ঠিক একই ধরনের কথা বলেছেৃ মুক্তিযোদ্ধাদের তারা দুস্কৃতকারী বলেছে। আজকে ঠিক একই ধরনের ভাষা ব্যবহার করছেন ওবায়দুল কাদের সাহেব… যে কোথায় বিএনপি নেতারা?… গুহা থেকে প্রেস ব্রিফিং করছে।
বর্তমান পরিস্থিতিকে একাত্তর সালের অবস্থার সাথে তুলনা করে রিজভী বলেন, একাত্তরে যে পরিস্থিতি বিরাজমান ছিল এখন সেই একই রকম পরিস্থিতি বিরাজমান রয়েছে। আজকে টিক্কা খানের ভূমিকা অবলম্বন করেছেন, নিয়াজীর ভূমিকা অবলম্বন করেছেন ওবায়দুল কাদের সাহেবরা এবং সেই ভূমিকা দিয়েই বাংলাদেশের মানুষকে রক্তাক্ত করছে, সারা দেশকে বিরোধী দল শূন্য, বিএনপি শূন্য করার তারা প্রক্রিয়া নিয়ে এগুচ্ছেন।