
জন্মভূমি ডেস্ক : সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আজ শনিবার দেশে ফিরবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ ফ্লাইটে শনিবার সন্ধ্যা ৬টার দিকে দেশে ফেরার কথা রয়েছে তার।