
বিজ্ঞপ্তি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য কমরেড আরিফুর রহমান বিপ্লব বুধবার সকাল দশটায় চোখের চিকিৎসা করানোর জন্য ভারতে গিয়েছেন। তিনি দীর্ঘদিন একটি চোখের জটিল সমস্যায় ভুগছিলেন। কমরেড বিপ্লবের চিকিৎসার জন্য ভারতযাত্রার সফলতা ও দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আঃ সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, কমরেড মনিরুজ্জামান, কমরেড কৌশিক দে বাপী, কমরেড অজয় দে, কমরেড আলাউদ্দিন, কমরেড বাবুল আক্তার, কমরেড কামরুল হোসেন সরদার, কমরেড ফারুক মাস্টার, কমরেড সাইদুল ইসলাম, কমরেড মনির হোসেন, কমরেড কৃষ্ণ কান্তি ঘোষ, কমরেড হাফিজুর রহমান প্রমুখ।

