বিজ্ঞপ্তি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা কমিটির এক সভা শনিবার দুপুর ২টায় জেলা পার্টির সভাপতি এড. মিনা মিজানুর রহমান-এর সভাপতিত্বে পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতিতে জনজীবনের দুর্বিসহ অবস্থা ও স্থানীয় সমস্যা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড পুলিন বিহারি সরকার, কমরেড সন্দীপন মল্লিক, কমরেড আঃ মজিদ মোল্লা, কমরেড আরিফুজ্জামান বাবলু, কমরেড শেখ হোসেন আলী, কমরেড গৌতম কুমার কুন্ডু ও কমরেড শেখ শামিমুল ইসলাম। সভায় বক্তারা সাম্রাজ্যবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এবং বিল ডাকাতিয়ার জলবদ্ধতার আশু নিরসনের দাবী জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত