এম সাইফুল ইসলাম : নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে বস্তি উন্নয়ন, মাদক নির্মূল, মশক নিধন, রাস্তাঘাটের উন্নয়ন এবং সুপেয় পানির চাহিদা পূরণসহ নানা উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে বলে জানিয়েছেন বর্তমান কাউন্সিলর।
জানা যায়, খুলনা মহানগরীর প্লাটিনাম জুট মিল, দৌলতপুর জুট মিল, হার্ডবোর্ড মিল, নিউজপ্রিন্ট মিল, বিজেএমসি জোনাল অফিস, টিসিবির গোডাউন এবং ভৈরব বেষ্টিত ১৩ নম্বর ওয়ার্ডের জনসংখ্যা প্রায় ৪০ হাজার। এ ওয়ার্ডের পূর্বে ভৈরব নদ, পশ্চিমে ১১, ১২ ও ১৫ নম্বর ওয়ার্ড, উত্তরে ৮নং ওয়ার্ড এবং দক্ষিণে তিতুমীর।
কলকারখানা বন্ধ হওয়ায় ওই এলাকায় কাজের সুযোগ নেই মানুষের। পাটকলে কাজ করা স্থায়ী শ্রমিকেরা টাকাপয়সা পেলেও বদলি শ্রমিকেরা তেমন কিছু পাননি। লোকজন দিনমজুর, রাজমিস্ত্রির জোগালি, ইজিবাইক-রিকশা চালানোসহ ছোটখাটো বিভিন্ন কাজের চেষ্টা করছেন। তবে সব দিন কাজ না মেলায় তাঁদের কষ্টে থাকতে হয়।
এ ওয়ার্ডে প্রার্থী হিসেবে রয়েছে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং বর্তমান কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা ও তার সহোদর ভাই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোরশেদ আহমেদ মনি।
১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং বর্তমান কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা জানান, ১৩ নম্বর ওয়ার্ডের এমন কোনো রাস্তা-ড্রেন পাওয়া যাবে না যেখানে উন্নয়ন হয়নি। মুরদার (লাশ) গোসলখানা, ধর্মীয় উপসানালয়ের উন্নয়ন ও আধুনিকায়ন, শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। এলাকায় যে মাদকের আখড়া ছিল সেটি এখন লাইব্রেরী। শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র। এছাড়া আরও একটি মাদকের স্পট ছিল।
সেখানে এখন শিশু ও বয়স্ক মানুষের কুরআন শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমি গত নির্বাচনে যে ওয়াদা করেছিলাম। সেই ওয়াদার শতভাগ কাজ শেষ হয়েছে অনেক আগেই। এ ওয়ার্ডের কমিউনিটি সেন্টার নির্মাণে উদ্যোগ নিয়েছি। সেজন্য জায়গাও অধিগ্রহণ করা হয়েছে। আমি মনে করি আগামীতে যিনি আসবেন, তিনি কোনো কাজ খুঁজে পাবেন না। পুরো এলাকাটি এখন সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
আওয়ামীলীগের সভাপতি মোরশেদ আহমেদ মনি জানান, এলাকাবাসীকে সাথে নিয়ে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছি। এলাকাবাসী যেন সবসময় ভালো থাকে। আমি সবসময় সেটিই চাই। এলাকাবাসীর কাছে আমার একটাই বলা, সেটি হলো, যে উন্নয়নের জোয়ার বইছে এই ওয়ার্ডে সেই উন্নয়নের ধারা যেন বাধাগ্রস্ত না হয়।
একইভাবে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। শতভাগ মাদকমুক্ত ওয়ার্ড ঘোষণা করতে চাই। আগামী নির্বাচনে এলাকাবাসীর একটুখানি ভুলের জন্য এইসব পরিকল্পনা ধ্বংস হয়ে যেতে পারে। আমরা আশা করি, এই ওয়ার্ডটি নগরীর পরিচ্ছন্ন ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি সুন্দর ওয়ার্ড গড়ে উঠবে। তবে দুই সহোদর ভাই প্রার্থী হওয়ার ব্যাপারে এখনই মুখ খুলতে চান না তিনি।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল আলম খোকন জানান, এই ওয়ার্ডটির যে উন্নয়ন হচ্ছে, আমরা সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত