এম সাইফুল ইসলাম : নগরীর ২৫ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডটির আয়তন ১ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা প্রায় ৩০ হাজার। এ ওয়ার্ডের উত্তরে ১৯, ১৮নং ওয়ার্ড, দক্ষিণে ২৬, ২৪নং ওয়ার্ড, পূর্বে ২৪, ২৬নং ওয়ার্ড এবং পশ্চিমে রয়েছে ১৮নং ওয়ার্ড।
শিশু মৃত্যুহার শূন্যের কোঠায়, মাদক নিয়ন্ত্রণে ৯৮ শতাংশ সফলতার দাবি বর্তমান কাউন্সিলর ও কেসিসির প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপুর। একইসাথে কিশোর ও যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্থ করতে নানা উদ্যোগ গ্রহণ তার অন্যতম সাফল্য বলে দাবি করেন তিনি।
ওয়ার্ডে রয়েছে অনেক প্রতিষ্ঠান। ১৮টি মসজিদ, ৪টি মন্দির ও ১টি গির্জাসহ সরকারি-বেসরকারি কিন্ডার গার্টেন, স্কুল, কলেজ এবং মাদ্রাসা রয়েছে অনেক। ৩১টি ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডে সবথেকে বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাই স্বাভাবিকভাবে এই ওয়ার্ড শিক্ষিতের হারও বেশি।
বর্তমান কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু জানান, এই ওয়ার্ডে শিশু মৃত্যু হার শূন্যের কোঠায়। বিদ্যুতায়িত শতভাগ। সুপেয় পানির ব্যবস্থা শতভাগ। এলাকাবাসীকে সুপেয় পানির যোগান দিতে ৩০টি মিনি প্রোডাকশন সাবমার্সেবল স্থাপন করেছি। এই ওয়ার্ডে ২২১টি ছোট বড় রাস্তা এবং গলি আছে। আগে এই সড়কগুলি ছিল খুবই নাজুক। আমি সেগুলোকে সংস্কার এবং নতুন করে নির্মাণ করেছি।
তিনি বলেন, এই ওয়ার্ডে কাউন্সিলর অফিস ছিল না। আমি কাউন্সিলর হওয়ার পর এই ওয়ার্ডে একটি কাউন্সিলর অফিস কাম কমিউনিটি সেন্টার করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘নাগরিক ভবন’। এলাকার মানুষ মাতৃত্বকালীন ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল সরকারি সুযোগ-সুবিধা কার্ড যোগ্য মানুষেরা সহজেই পায়। এরই মধ্যে ৩৫ হাজার জন্মনিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। মাদক নির্মূলে এলাকাবাসী এবং প্রশাসনের সহায়তায় ৯৮ ভাগ সফল আমরা। এই ওয়ার্ড নিয়ে যে পরিকল্পনা রয়েছে, আগামীতে ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে তা ঐক্যবদ্ধভাবে বস্তবায়বন করব।
ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সহসভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া জানান, নগরীর ২৫নং ওয়ার্ডটির অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। সকল সম্প্রদায়ের মানুষের বসবাস এই ওয়ার্ডে। দীর্ঘদিন ক্ষমতা কুক্ষিগত থাকা একটি ওয়ার্ড। আমরা করোনাকালীন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগিতায় আল-কারীম অক্সিজেন সেবার ব্যানারে ২৫নং ওয়ার্ডসহ সমগ্র খুলনায় অক্সিজেন, খাদ্য সামগ্রী মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেয়া, রক্তদান, মৃতদের দাফন/সৎকারের ব্যবস্থা করাসহ বিভিন্নভাবে জনগণের পাশে দাঁড়িয়েছি। চেষ্টা করেছি সুখে-দুঃখে মানুষের পাশে থাকার। মানুষের সাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।