জন্মভূমি রিপোর্ট : নগরীর বিপ্লব মেডিসিন কর্ণারে ওষুধ কিনতে গিয়ে সোমবার রাতে সংঘর্ষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ ছাত্র আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্র ব্লু-স্কোয়ার মার্কেটে বিপ্লব মেডিসিন কর্ণারে ওষুধ কিনতে যায়। তিনি ৭০ টাকার ওষুধ ক্রয় করেন। পরে ১০ ভাগ কমিশন বাদ দেয়াকে কেন্দ্র করে ওষুধ বিক্রেতার সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই ছাত্রকে মারপিট করা হলে সে মোবাইলে অন্য ছাত্রদের বিষয়টি জানায়। তখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্ররা এসে ওষুধ ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় মেডিকেল কলেজ হাসপাতালের পাঁচ ছাত্র গুরুতর আহত হয়। ছাত্ররা দোকানটি ভাংচুর করে। পরবর্তীতে সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থেকে ওষুধের দোকান সব বন্ধ হয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্য রোগীরা ওষুধ না কিনতে পেরে ভোগান্তিতে পড়ে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: রবিউল হাসান জানান, মেডিকেলের এক ছাত্র ওষুধ কিনতে গেলে কমিশন নিয়ে বাকবিতন্ডা হয়। পরে অন্য ছাত্ররা সংবাদ পেয়ে যেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন পরিস্থিতি শান্ত আছে। কয়েক জন ছাত্র আহত আছে। তাদেরকে চিকিৎসা দেয়া চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত