জন্মভূমি ডেস্ক : ওষুধ কোম্পানি থেকে নেওয়া অর্থ ও মাসোহারা নিয়ে চিকিৎসকদের ভাবা উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। টাকাগুলো তারা কী ফর্মে দিচ্ছে, চিকিৎসকরা কী ফর্মে নিচ্ছেন, আর কী ফর্মে নেওয়া উচিত তা নিয়েও চিকিৎসকদের ভাবা উচিত বলে মনে করেন তিনি।
আজ রবিবার (৮ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
চিকিৎসকদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, ‘আমি এখানে বিস্তারিত বলব না। শুধু এটুকু নিয়ে ভাবা উচিত যে, ওষুধ কোম্পানিগুলো থেকে টাকাগুলো কী ফর্মে নিচ্ছেন, আর কী ফর্মে নেওয়া উচিত। দয়া করে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু ভাববেন।’
রোগীদের প্রতি মমত্ববোধ দেখানোর আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, রোগীদের প্রতি চিকিৎসকদের মমত্ববোধ খুব বেশি একটা দেখা যায় না। এটা অবশ্য নতুন কিছু না। বঙ্গবন্ধুর সময়েও এমনটা ছিল, যে কারণে তিনি বলেছিলেন- আপনাদের মানবতাবোধ থাকা দরকার, মনুষ্যত্ব থাকা দরকার, সততা থাকা দরকার। না হলে কোনো জাতি কোনোদিন বড় হতে পারে না। শেখ মুজিবকে বেটে খাওয়ালেও সোনার বাংলা হবে না, যদি আমরা সোনার মানুষ হতে না পারি।
দীপু মনি বলেন, বিদেশ থেকে আমাদের দেশে চিকিৎসকরা আসছে। তাদের সঙ্গে আমরা জ্ঞানের আদান-প্রদান করছি। তাদের সঙ্গে আমাদের টেকনোলজি ট্রান্সফারেও অনেক কাজ হচ্ছে। আমাদের চিকিৎসক, বিশেষজ্ঞ যারা বিভিন্ন দেশে কাজ করছেন, তারা আমাদের দেশে এসে টেকনোলজি ট্রান্সফার করছেন। একইভাবে বিদেশি চিকিৎসকরাও আসছেন। এসব ক্ষেত্রে আমরাই যে তাদের থেকে শিখছি তা কিন্তু নয়। অনেক দেশ আছে, যারা সারা বছরেও যা রোগী না দেখেন, আমাদের চিকিৎসকরা এক সপ্তাহেই তা দেখছেন। আমাদের এই অভিজ্ঞতারও অনেক দাম আছে।
স্বাস্থ্যখাতে উন্নয়নের তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে। দেশে অনেক গবেষণা হচ্ছে, প্রধানমন্ত্রী এই সুযোগটা করে দিচ্ছেন। তিনি নতুন করে অনেকগুলো ৫০০ বেডের হাসপাতাল করে দিয়েছেন। জেলায় জেলায় মেডিকেল কলেজ করে দিচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এসবের পেছনে অবশ্যই চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্য সংশ্লিষ্টদেরও অবদান রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত