জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের কচুয়ায় দিন মজুরের বসত ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮টর দিকে উপজেলার চন্দ্রপাড়া এলাকার আকবর আলীর পুত্র মামুন শেখের বসত ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র নগদ টাকা ধান সহ লাক্ষাধীক টাকার তি হয়েছে বলে তিগ্রস্থ পরিবার জানিয়েছে। আগুন লাগার পরে স্থানীয়রা চেষ্টা করে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু ঘটনাস্থল পরিদর্শন করে তিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা দেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত