জন্মভূমি রিপোর্ট : কচুয়ায় নাতীকে বলৎকার করার অভিযোগে কচুয়া প্রেসক্লাব সংবাদ সম্মেলন করেছে উপজেলার আড়িয়ামর্দ্দন গ্রামের আলতাফ শেখ। বৃহস্পতিবার সকাল ১১টায় কচুয়া প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলনে উপজেলার আড়িয়ামর্দ্দন গ্রামের মৃত সফিজ উদ্দিন শেখের পুত্র আলতাফ শেখ নাতীকে সাথে নিয়ে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তার প্রতিবেশী মৃত সফিজ উদ্দিন শেখর পুত্র আঃ হাকিম শেখ(৫৫) তার নাতী (১৬) তাকে ঘুরে আসার কথা বলে ঘেরে নিয়ে জোড়পূর্বক গলায় কাস্তে ধরে বলৎকার করে। ওই সময় স্থানীয় কজন কলেজ পড়ুয়া ছেলেরা ঘটনাটি দেখে আমার নাতীকে উদ্ধার করে। এঘটনার পরের দিন রাতে মিথ্যা ঘটনা সাজিয়ে ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগ করে তাকে হয়রানী করে। এছাড়া আঃ হাকিম শেখ এর পূর্বে আরো এ ধরনের বলৎকার করে। তার পরিবার বিবাহ বহির্ভুত সম্পর্কসহ নানা অপকর্ম করে এলাকায় পরিবেশ নষ্ট করে ফেলছে। এদের কারণে এলাকার মানুষ আতংকিত থাকায় ভয়ে কেউ টুশব্দটি করতে সাহস পায়না। এঘটনার পর তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।