
ফরিদুর রহমান শামীম, কচুয়া : বাগেরহাট জেলার কচুয়া উপজেলার অন্তর্গত ০৭নং বাধাল ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবনটি বহুদিনের পুরাতন অবস্থায় জীর্ণপ্রায় অবস্থায় টিকে রয়েছে। এবিষয় মুঠো ফোনে ০৭নং বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল (অহিদ)এর কাছে সাংবাদিক ফরিদুর রহমান শামীম জানতে চাইলে তিনি বলেন উক্ত ভবনটির ছাদ এবং দেওয়ালে অজস্র ফাটল দেখা দিয়েছে। এমনটি যে কোন মূহুর্তে ছাদ ধ্বসে পড়ে মারত্মক দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ছাদের ফাঁটল দিয়ে বৃষ্টির পানি ঢুকে পরিষদ ভবনে সংরক্ষিত ভিজিপি কার্ডের চাউল ও অনান্য ত্রাণ সামগ্রী ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে গ্রাম আদালতের বিচার ব্যবস্থাপনা বন্ধের পথে কারণ বর্তমান বর্ষা মৌসুম লোকজন আসলে তাদের বসতে দেওয়ার কোন জায়গা নাই। পরিষদ ভবনের পাশেও নিজস্ব কোন বিল্ডিং না থাকায় এলাকার জনসাধারণের ভোগান্তি হচ্ছে। পরিষদ ভবনটি সাইনবোর্ড হইতে মোড়েলগঞ্জ সড়কের কাঁঠালতলা মেইন রোড সংলগ্ন হওয়ায় বৃষ্টির সময় অনেক পথ যাত্রীরা এখানে আশ্রয় নেয় তাই ভবনটি অতিগুরুত্নপূর্ণ। এই সমস্যা সমাধানের জন্য জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

