কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি মামলায় ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: তাছমিনা খাতুন বুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে কচুয়া বাজারে গ্যাসের সিলিন্ডার বেশী দামে বিক্রি করার অপরাধে ও ক্যাশমেমো বা বিক্রির রশিদ দেখাতে না পারার অপরাধে দত্ত স্টোর-১ দত্ত স্টোর-২ ও আমজাদ হোসেনের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বিভিন্ন এলাকা থেকে পচা তরমুজ এনে কচুয়া বাজারে বিক্রি করার অপরাধে তরমুজ ব্যবসায়ী আশীষ কুমার সাহাকে ও মুরাদ সেখকে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ সনের ২৯১ ধারায় ২টি মামলা করে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ট্রাকে করে মালামালের সাথে লোক পরিবহন করার অপরাধে ১টি মিনি ট্রাকের চালকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫শ’ টাকা আদায় করেন।