
কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার বাধালে দুই ট্রাক অবৈধ কয়লা সহ বাজারের ব্যবসায়ী সুমন শেখকে আটকের দুই দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রাশাসন।
জানা গেছে, গত সোমবার সকাল ৯টায় কচুয়া উপজেলার বাধাল বাজার সংলগ্ন বাধাল-কচুয়া রাস্তার বক্তারকাঠী নামক স্থানে অবৈধভাবে আশা দুই ট্রাক কয়লা আনলোড করছিল। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা থানা পুলিশ ও উপজেলা নির্বাহী আফিসাকে জানালে কচুয়া থানার পুলিশ এসে কথিত কয়লার মালিক গোপালপুর গ্রামের ধলু শেখের পুত্র সুমন শেখ সহ কয়লা ভর্তি ট্রাক আটক করে থানায় নিয়ে যায়।
নওয়াপাড়ার একজন কয়লা ব্যবসায়ী জানান, আমদানিকারক ছাড়া কেহ ক্যাশমেমো দিতে পারে না। নওয়াপাড়ায় অনেক চোর সিন্ডিকেড এধরনের কাজ করে থাকে। ট্রাক চালকেরা জানায়, নওয়াপাড়া থেকে আমাদের চালান করে ট্রাক লোড করে দিয়েছে। কার নিকট থেকে কিভাবে এনেছে আমরা জানি না।
কচুয়া থানার অফিসার ইনর্চাজ মো: মনিরুল ইসলাম এব্যাপারে বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্টের আওতায় ব্যবস্থা গ্রহণ করবেন।
এ ব্যাপারে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন বলেন, সুমন শেখ কয়লা ক্রয় করেছে বলে দাবি করে। কিন্তু এখনো পর্যন্ত কোন ক্যাশমেমো বা কাগজপত্র দেখাতে পারেনি।