
ফরিদুর রহমান শামীম, বাগেরহাট : তিনটি বীমার নাম করে এলাকার দুই শতাধীক খেটে খাওয়া মানুষের কাছথেকে টাকা নিয়ে আত্নআতের অভিযোগ উঠেছে বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের দফাদারের বিরুদ্ধে। গতকাল বিকালে অর্ধশত ভুক্তভোগী সাধারন মানুষ কচুয়া প্রেসক্লাবের মীর সাখাওয়াত দারু মিলনায়তনে হাজির হয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
ভুক্তভোগী সাধারন মানুষের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার বকতারকাঠী গ্রামের হানিফ আলী সিকদার এর ছেলে জাফর আলী সিকদার বলেন, আমিসহ আমাদের কাছ থেকে সানলাইফ ইনসিওরেন্স কো¤পানী লিমিটেড, গোল্ডেন লাইফ ইনসিওরেন্স কো¤পানী লিমিটেড, প্রগ্রেসিভ ইনসিওরেন্স কো¤পানী লিমিটেড এর নামে বিভিন্ন সময়ে বীমার টাকা সংগ্রহ করে। পরে দীর্ঘদিন আমাদের সাথে কোন যোগাযোগ না করলে তার কাছে আমরা টাকা ফেরত চাই। তিনি মেয়াদ শেষ না হলে টাকা দেয়া যাবেনা বলে জানায়। পরবর্তিতে মেয়াদ শেষ হলে জমাকৃত টাকা ফেরত চাইলে আমাদের টাকা দেওয়া তো দুরের কথা উল্টো আমাদের নামে মিথ্যা মামলা সহ বিভিন্ন ধরনের হয়রানী করে যাচ্ছে।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার হয়ে তিনি তার প্রভাব খাটিয়ে আমাদের টাকা না দিয়ে প্রতারনার আশ্রয় নিয়ে আমাদের হয়রানী করছে। তাদের কস্টের টাকা ফেরতসহ ওই দফাদার মোঃ নুর ইসলাম এর হয়রানী থেকে বাচঁতে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।