জন্মভূমি ডেস্ক : অরিজিৎ সিংয়ের কনসার্ট ঘিরে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। তার গান শুনতে মৌমাছির মতো ভিড় করেন ভক্তরা। ভালোবাসা প্রদর্শনে কেউ করে বসেন অবাক করা কাণ্ড। কনসার্ট চলাকালীনই গায়ের টপ খুলে গায়কের দিকে ছুড়ে মারেন এক নারী ভক্ত।
এরইমধ্যে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে ভক্তদের দেওয়া খাতা, ডায়েরি, এমনকি গিটারেও পর পর অটোগ্রাফ দিয়ে যাচ্ছিলেন অরিজিৎ সিং। আচমকাই মঞ্চে উড়ে এসে পড়ল এক নারীর টপ। প্রথমটায় নজর এড়িয়ে যায় গায়কের। কিন্তু চোখে পড়তেই তিনি যা করলেন, তা আপাতত নেটপাড়ার চর্চায়।
অরিজিৎ সিংয়ের গানে লিপ মেলাতে মুখিয়ে থাকেন বলিউডের তাবড় সেলেবরাও। তার লাইভ কনসার্ট মানেই ভক্তদের উন্মাদনা। তাই বলে পরনে টপ খুলে ছুড়ে মারা গায়কের দিকে!
নেপালের এক কনসার্টে ঘটেছে এমন কাণ্ড। আর ওই নারী ভক্তর কীর্তি দেখে নিজেই তাজ্জব অরিজিৎ। কিন্তু ফিরিয়ে দেননি তাকে। বরং মঞ্চে পড়ে থাকা পোশাক সযত্নে তুলে ধরে তাতে লিখে দিলেন নিজের নাম।
তবে ঘটনা পুরনো। মাস দুয়েক আগে নেপালে এক কনসার্টে গিয়েছিলেন অরিজিৎ। তখন ঘটে কাণ্ডটি। তবে বিষয়টি অনেকেই ভালো চোখে দেখেননি। কেউ কেউ ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেছেন। অনেকে আবার ইতিবাচকভাবে দেখছেন। গায়কের প্রতি ভক্তের ভালোবাসা হিসেবে আখ্যায়িত করছেন।