কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনি কাশিমনগর এলাকা থেকে ১ হাজার টাকা মূল্যে মানের ৪০ টি জাল নোটসহ মোছাঃ নূরজাহান খাতুন (৩৭) কে আটক করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদ খবর পেয়ে পাইকগাছা উপজেলার তালা সিমান্তবর্তী কাশিমনগর পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে মধ্যবয়সী এ নারীকে আটক করে অভিযানিক টিম। পুলিশ ও ঘটনার প্রেক্ষিতে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিঃ) নাসির উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে পাইকগাছা থানাধীন কাশিমনগর পুলিশ বক্সের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় অত্র উপজেলার শিববাটী ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা শরফত মোল্যার কন্যা মোছাঃ নূরজাহান খাতুন (৩৭) কে ধৃত করে তল্লাশি চালায় পুলিশ। একপর্যায়ে ধৃত পূর্বক তার নিকট থেকে ৪০ (চল্লিশ) টি, ১০০০/-(একহাজার) টাকা মূল্য মানের বাংলাদেশী জাল নোট উদ্ধার করে। এ বিষয়ে এসআই(নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে পাইকগাছা থানায় আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।