কপিলমুনি প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার কপিলমুনিতে রবিবার (১৭ নভেম্বর) মধ্যরাতে ৪টি দোকান ঘর ভাংচুর ও লুটপাট করেছে দূবৃত্তরা। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা অভিযোগ করছে। খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ ও বিএনপি নের্তৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। জানাগেছে, রবিবার গভীর রাতে অঙ্গাত পরিচয় দূবৃত্তরা সংঘবদ্ধ হয়ে উপজেলার কপিলমুনি ইউনিয়নের মানিকতলা বাজারের রেজাউল গাজী, রনজিৎ শীল, মোহাম্মদ আলী গাজী ও হান্নান শেখ’র মালিকানাধীন ৪ কাঁচামাল ও মুদি খানার দোকান ভাংচুর করে দোকানের মধ্যে থাকা মালামাল লুটপাট করেছে। এতে অন্তত ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশ ও বাজারের দোকানদার সিরাজুল ইসলাম জানান, তিনি রাতে দোকানে ছিলেন। রাত আনুমানিক ১ টার দিকে দেওয়াল ভাঙ্গার শব্দে তিনি দরজা খুলে বাইরে আসেন। এরপর ঘটনাস্থলের দিকে এগিয়ে যেতেই দূবৃত্তরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এস আই গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় গ্রাম পুলিশ সিরাজুল ইসলামের কাছে খবর পেয়ে তিনি সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি আরো বলেন, প্রতিটি দোকানের পেছন পাশ থেকে ভাংচুর করা হয়েছে। তবে কারা কি উদ্দেশ্যে ঘটনাগুলো ঘটিয়েছে এনিয়ে তার কাছে কোন তথ্য নেই। এমনকি এবিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে কোনপক্ষ কোন প্রকার অভিযোগও করেননি বলে জানান তিনি।