কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে বসত বাড়ীতে হামলা করে দখল নেওয়ার হুমকি অব্যাহত রেখেছে প্রতিপক্ষ শরীক জনৈক সুধাংশ বিশ্বাস। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তপন গংসহ তাদের পরিবারের সদস্যরা। এব্যাপারে পাইকগাছা থানা পুলিশের জরুরী হস্থক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগে প্রকাশ, পাইকগাছা উপজেলার হরিঢালী ইউপির নোয়াকাটী মালোপাড়া এলাকার মৃতঃ গৌরপদ বিশ্বাসের পুত্র যথাক্রমে বরুণ বিশ্বাস, তপন বিশ্বাস ও তরুন বিশ্বাস। এদিকে তাদের অপর শরীক মৃতঃ বিমল বিশ্বাস এর পুত্র সুধাংশ বিশ্বাস। তাদের উভয়ের বসত বাড়ীর শ্রেণী দুটি ভাগে বিভক্ত। এমতাবস্থায় উভয়ের পিতার পিতামহ ভেলু বিশ্বাস নোয়াকাটী মৌজার ৮৯ নং খতিয়ান অন্তগর্ত বি আর এন ২৮/২৯ দাগের ১৫ শতক সম্পত্তি ১৯৭৪ সালে ৫৪৯১ নং দলিলমূলে মহাজন গাজীর নিকট বিক্রয় করেন। এরপর একই সম্পত্তি মহাজন গাজী ১৯৮০ সালে ১০৬৯৪ নং দলিল মূলে মৃতঃ গৌরপদ বিশ্বাস এর স্ত্রী সাবিত্রী বালা অর্থাৎ তপন গংদের মাতার নামে ক্রয় করে। সে অনুযায়ী ১৯৮১-৮২ সালে পাইকগাছা সহকারী কমিশনার ভূমির ৭১০ নং নাম পত্তন কেচের ১৪৩ ধারামতে উক্ত ১৫ শতক সম্পত্তি নিজ নামে রের্কড করে স্ব-অবস্থানে বসত বাড়ী নির্মাণ করে সেখানে বসবাস করে আসছে তারা। এক্ষণে ভুল বশত মাঠ জরীপে বি আর এস ২০১ নং খতিয়ানে গৌরপদ বিশ্বাস ও বিমল চন্দ্র বিশ্বাসের নামে ৭ শতক ও ৪৫৮ নং খতিয়ানে গৌরপদ বিশ্বাসের স্ত্রী সাবিত্রী বালার নামে ৮ শতক সম্পত্তি রের্কড হয়ে পৃথক দুটি খতিয়ান সৃষ্টি হয়েছে। এ সুযোগে সুধাংশ বিশ্বাস তার পিতার নামে বি আর এস খতিয়ানে ভুলবশত সাড়ে ৩ শতক সম্পত্তি রের্কড হওয়ায় উক্ত জমি নিজের অনুকূলে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এ সংক্রান্ত বিষয়ে তপন গংরা রের্কড সংশোধনী মামলা ও সুধাংশ বিশ্বাস একটি বাটোয়ারা মামলা পাইকগাছা জজ আদালতে দাখিল করেছেন। যাহা এখন চলমান রয়েছে। তন্মধ্যে সুধাংশ বিশ্বাস উপজেলা নির্বাহী আদালতে এম আর-৩৫১/২০২৩ নং কেস দাখিল করলে উক্ত মামলার তদন্ত প্রতিবেদন তপন বিশ্বাস গংদের অনুকূলে যায়। এ ব্যাপারে তপন বিশ্বাসের অপর ভ্রাতা বরুণ বিশ্বাস বলেন, মূলত তারা আমাদের ভোগ দখলে থাকা সম্পত্তি জোর পূর্বক দখল নিতে পায়তারা করছে। এ সম্পত্তি আমাদের মাতা সাবিত্রী বালার নামে কেনা সম্পত্তি। সুধাংশ বিশ্বাস মূলত আমাদের বসত বাড়ীর জায়গা জোর পূর্বক দখল করতে চাই। এখানে আদৌও তাদের কোন ঘর ছিলনা। যাহা নির্বাহী আদালতে তাদের দাখিলকৃত মামলার নায়েব তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। উক্ত বিষয়ে প্রতিপক্ষরা আমাদের উপর হুমকি অব্যাহত রেখেছে। ফলে আমরা আশংকা করছি তারা যে কোন মূহর্তে বহিরাগত লোকজন নিয়ে আমাদের উপর অর্তিকিত হামলা চালাতে পারে। যাহার কারণে আমাদের পরিবারসহ আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের জরুরী হস্থক্ষেপ কামনা করছি। এব্যাপারে সুধাংশ বিশ্বাস জানান, আমার ঐ জমিতে ঘর বাঁধা ছিল। যেটা তপন বিশ্বাস গং ভেঙ্গে নদীতে ভাসিয়ে দিয়েছে। বি আর এস ২০১ নং খতিয়ানে সাড়ে ৩ শতক সম্পত্তি যেহেতু আমার পিতা মৃতঃ বিমল বিশ্বাস এর নামে। সেহেতু আমি তার ছেলে হিসেবে উক্ত সম্পত্তি প্রাপ্য দ্বার। এ ব্যাপারে হরিঢালী পুলিশ ক্যাম্পের এ এস আই হুমায়ুন আহমেদ জানান, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমানের নির্দেশে ঘটনারদিন মঙ্গলবার (১৪ মে) আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সুধাংশ বিশ্বাসের ভাষ্যমতে তর্কিত সম্পত্তির উপর তার নাকি একটা ঘর ছিল। যেটা তার প্রতিপক্ষ শরীকগণ ভেঙ্গে ফেলেছে। এ ঘটনায় সে পাইকগাছা থানায় একটি জিডি করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত