কপিলমুনি প্রতিনিধিঃ কপিলমুনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট কোচিং সেন্টার ও বাড়ীতে বাড়ীতে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এলাকার কয়েকটি পুজায় হরিদাশকাটী গ্রামের পুরোহিত আশিষ কুমার আচার্য্য (বাপ্পী) মন্ত্র, ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে বানী অর্চনা করেন ভক্তবৃন্দরা। বুধবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারে সরস্বতী পূজাকে ঘিরে শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। এদিকে কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়, কপিলমুনি কলেজ, কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ এর আয়োজনে সকালে সরস্বতী পূজায় শিক্ষার্থীরা অঞ্জলি পাঠ করেন ও পূজা শেষে ভক্তবৃন্দরা অঞ্জলি গ্রহণ করেন।