কপিলমুনি : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি মসুর-৮ ও বারি সরিষা ১৪/১৯ এর উপর কপিলমুনির পার্শ্ববর্তী হরিদাশকাটি গ্রামে বুধবার বিকালে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপত্বিতে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দৌলতপুরের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদ। সম্মানীত অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের এসএসও মোঃ কামরুল ইসলাম, এসএসও তাজরিন সুরাইয়া মুনমুন, এসএসও মোঃ জাহিদ হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সরোজ উদ্দিন মোড়ল। উপস্থাপনা করেন এসএসও মুস্তাফা কামাল শাহাদাৎ।